Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২২

বাংলাদেশ তাঁত বোর্ড এর সাফল্য

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

তাঁত শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্প এবং গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে ২য় বৃহত্তম ক্ষেত্র। তাঁতিদের চলতি মূলধন সরবরাহের অংশ হিসেবে বিগত তিন বছরে ৪৭৭১ জন তাঁতির মাঝে ১২১৮৭ টি তাঁতের অনুকূলে ৫৮৫৪.০০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং ১১৫৬.৬৯ লক্ষ টাকা আদায় করা হয়েছে। বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে ২৩৩ জন শিক্ষার্থী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ হয়েছে। ১০.১২ কোটি মিটার কাপড়ে ডাইং, প্রিন্টিং, স্টেন্টারিং, ক্যালেন্ডারিংসহ বিভিন্ন বয়নোত্তর সেবা প্রদান করা হয়েছে। ৬৩,০০০ কেজি সুতার বয়নপূর্ব (টুইস্টিং) সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা ও কাপড় তৈরীর প্রযুক্তি এবং ফুটি কার্পাস তুলা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীকালে, পেটেন্ট ডিজাইন এবং ট্রেড মার্কস অধিদপ্তর কর্তৃক ২৫-০৩-২০২১ তারিখে বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে 'ঢাকাই মসলিন' এর ভৌগলিক নির্দেশক নিবন্ধন সনদ প্রদান করেছে। বাংলাদেশের সোনালী ঐতিহ্য 'মসলিন' সুতা তৈরীর প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার- ১ম পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে 'জনপ্রশাসন পদক-২০২১' প্রদান করা হয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

তাঁতিদের পেশা পরিবর্তন, সুতা ও রঙের নিম্নমান এবং অনিয়ন্ত্রিত মূল্যের কারণে ক্রমাগত তাঁত বন্ধ হয়ে যাওয়া। বন্ধ তাঁতসমূহ চালুকরণ, তাঁত শিল্পের আধুনিকায়ন, তাঁতিদের মূলধন সরবরাহ, তাঁত পণ্যের বহুমূখীকরণ ও বাজার সম্প্রসারণ। দেশে বিদেশে প্রচার ও প্রচারণা এবং তাঁতখাতে দক্ষ কর্মী তৈরী করা।

ভবিষ্যৎ পরিকল্পনা:

রূপকল্প ২০২১, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ টেকসই উন্নয়ন অভীষ্ট, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে আগামী এক বছরের মধ্যে বাতাঁবো নিয়ন্ত্রিত বাস্তবায়িত ২টি তাঁত সেবা কেন্দ্র/প্রক্রিয়াকরণ কেন্দ্র সম্পূর্নভাবে চালুকরণ। দেশের বস্ত্র খাতে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে উপযু্ক্ত প্রশিক্ষণ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ প্রান্তিক তাঁতিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একাডেমিক ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এবং কারিগরি সেবা প্রদান। তাঁতিদের উপযুক্ত পরিবেশে আবাস-কাম-কারখানা প্রদান করে পুনর্বাসন, তাঁতজাত পণ্যের বহুমুখীকরণ ও বাজারজাতকরণ, কাঁচামালের সহজলভ্যতা, বয়নপূর্ব ও বয়নোত্তর সেবা প্রদানসহ ইত্যাদি বিষয় বিবেচনা করে তাঁতি ও নকশি শিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৃহৎ আকারে তাঁতপল্লি ও নকশিপল্লি স্থাপন। তাঁত খাত সংশ্লিষ্ট সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের সাথে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সাধন। তাঁত শিল্পের আধুনিকায়ন ও তাঁতিদের চলতি মূলধন সরবরাহ। বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের ১ম পর্যায়ের সম্পন্নকরণ এবং ২য় পর্যায়ের কার্যক্রম শুরু করা। ঐতিহ্যবাহী কোমর তাঁতের উন্নয়নে পার্বত্য জেলাসমূহের তাঁতিদের পৃষ্ঠপোষকতা প্রদান। সর্বোপরি বাংলাদেশ তাঁত বোর্ডকে একটি শক্তিশালী ও কার্যকরী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।