সমস্যা ও চ্যালেঞ্জসমূহ:
পাট শিল্পের আধুনিকায়ন এবং লাভজনক করণ , তাঁত শিল্পীদের নিজস্ব পেশায় টিকিয়ে রাখা , বিটিএমসি’র মিলসমূহ চালুকরণ, বস্ত্র আইন, ২০১৮ এর বাস্তবায়ন এবং এর আলোকে বস্ত্র খাতে তদারকি কাঠামো প্রতিষ্ঠা , বস্ত্র ও পাট খাতে আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে দক্ষ ব্যবস্থাপক ও কর্মী তৈরি এবং বস্ত্র ও পাট খাতে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতকে অধিকতর কার্যকরভাবে সম্পৃক্ত করা।