Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২১

Allocation of Business অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব:

 Allocation of Business অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব:

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত Allocation of Business among the different Ministries and Divisions  (Schedule 1 of the Rules of  Business-এপ্রিল ২০১৭ পর্যন্ত সংশোধিত) অনুসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব ও কার্যপরিধি নিম্নরূপ:

  1. বস্ত্র ও পাটনীতি প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন;
  2. রাষ্ট্রায়ত্ত্ব বস্ত্র ও পাটকল পরিচালনা এবং বিলুপ্ত বাংলাদেশ পাট কর্পোরেশন-এর সম্পত্তিসমূহের প্রশাসনিক কার্যাদি;
  3. পাট অধ্যাদেশ ও পাটশিল্প নীতি প্রয়োগ ও বাস্তবায়ন;
  4. পাটের সুতা ও পাটজাত পণ্যসামগ্রী এবং সিনথেটিক, স্পেশালাইজড পাওয়ারলুমপণ্যসহ সুতা ও বস্ত্র শিল্পজাত পণ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারজাতকরণে সমন্বয়;
  5. বস্ত্র ও পাটপণ্য সামগ্রী রপ্তানি ও এর বাজার সম্প্রসারণ সম্পর্কিত বিষয়াদির সার্বিক সমন্বয়;
  6. বস্ত্রশিল্প ও পাটশিল্পে উৎপাদন ও রপ্তানি বিষয়ে পরিসংখ্যান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রকাশ;
  7. পাট ও বস্ত্রশিল্পে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং বস্ত্রকলসমূহে বিদেশীদের নিয়োগের সুপারিশ প্রদান;
  8. বস্ত্র ও পাট শিল্পে আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশের সাথে কারিগরি সহায়তা ও সহযোগিতার বিষয়ে যোগাযোগ ও চুক্তি সম্পাদন;
  9. কাঁচাপাটসহ বস্ত্র ও পাটপণ্য উৎপাদনে মাননিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও প্রত্যয়ন;
  10. রাষ্ট্রায়ত্ত পাট ও বস্ত্র শিল্পের কাঁচামালের প্রয়োজনীয়তা নিরূপণ এবং এ বিষয়ে নির্দেশক নীতিমালা প্রণয়ন;
  11. বেসরকারিখাতে পাট ও বস্ত্রশিল্প সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ;
  12. বস্ত্রশিল্প ও এর কাঁচামালের উৎকর্ষ সাধনে গবেষণায় উৎসাহ প্রদান;
  13. দেশের ও আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক বহুমুখী পাটপণ্য উদ্ভাবন, বাণিজ্যিক উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধি/বাজার সম্প্রসারণে গবেষণা;
  14. রাষ্ট্রীয় খাতের বস্ত্র, পাট ও তাঁত শিল্প কারখানা প্রতিষ্ঠা, আধুনিকীকরণ;
  15. বস্ত্র ও পাট শিল্প সম্পর্কিত তদন্তের জন্য প্রয়োজনানুসারে কমিশন গঠন;
  16. বস্ত্র ও পাট শিল্প এবং বস্ত্র ও পাটপণ্য সম্পর্কিত যেকোনো বিষয়;
  17. বস্ত্র ও পাট খাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান;
  18. মন্ত্রণালয় এবং এর অধীন/সংযুক্ত দপ্তর, অধিদপ্তর, কর্পোরেশন, বোর্ড এবং অন্যান্য সংস্থার আর্থিক বিষয়াদিসহ প্রশাসনিক নিয়ন্ত্রণ;
  19. বস্ত্র ও বস্ত্রজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের বিষয়ে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ;
  20. কাঁচাপাট এবং পাটজাত পণ্য পরিবহন/জাহাজযোগে পরিবহন চুক্তি সম্পাদন;
  21. রেশম শিল্প সংক্রান্ত বিষয়াদি;
  22. দেশের প্রাথমিক বস্ত্র ও পাটখাতের কারিগরি মূল্যায়নসহ যে কোন বিষয়ে কাজ করা;
  23. মন্ত্রণালয়ের উপর অর্পিত বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশের সাথে সমঝোতা ও চুক্তি সম্পাদন;
  24. পাট ব্যবসায়ী ও রপ্তানিকারক এবং পাটকল মালিকদের লাইসেন্স প্রদান করা। প্রয়োজন অনুযায়ী লাইসেন্সের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত/বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম;
  25. মন্ত্রণালয়ের ওপর অর্পিত বিষয় সংশ্লিষ্ট আইন-কানুন প্রণয়ন/প্রয়োগ;
  26. মন্ত্রণালয়ের ওপর অর্পিত যে কোন বিষয়ে তদন্ত করা, পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ;
  27. আদালত কর্তৃক গৃহীত ফিস ব্যতীত মন্ত্রণালয়ের ওপর অর্পিত যে কোন বিষয়ে ফি আরোপ/আদায়;
  28. পাট, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প ও সহযোগী শিল্প প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা;
  29. বস্ত্র ও পাট এবং এর উৎপাদিত পণ্যসামগ্রির অগ্র ও পশ্চাৎমুখী সংযোগকারী (backward and forward linkages) বিষয়াদি;
  30. পাটখাতের কল্যাণ ও উন্নয়নের সাথে সম্পৃক্ত International Jute Study Group (IJSG) এবং অন্যান্য সংস্থা/আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত বিষয়াদি।

 কার্যাবলি (Functions):

১.    বস্ত্র ও পাটখাত সংক্রান্ত নীতি, পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন;

২.   রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্র ও পাট শিল্প ব্যবস্থাপনা;

৩.   বস্ত্র ও পাট পণ্যের স্থানীয় ও বৈদেশিক বাজারজাতকরণ সংশ্লিষ্ট সামগ্রিক সমন্বয়;

৪.   বস্ত্র ও পাট শিল্প উন্নয়ন ও সম্প্রসারণে বেসরকারি খাতকে সহায়তা প্রদান;

৫.   উন্নত ও মানসম্পন্ন বস্ত্র ও পাটপণ্যের উৎপাদন নিশ্চিত করার নিমিত্ত এ খাতের তত্ত্বাবধান, সনদ/লাইসেন্স প্রদান এবং বস্ত্র, তাঁত, রেশম ও পাট খাতে দক্ষ জনবল সৃষ্টি;

৬.   অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক বহুমুখী পাটপণ্য উদ্ভাবন, উৎপাদন ও উন্নয়নে যথাযথ কারিগরি ও বাজার গবেষণা;

৭.   বস্ত্র ও পাট শিল্পে বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও বস্ত্রশিল্পে বিদেশীদের নিয়োগ সংক্রান্ত;

৮.   বস্ত্র ও পাটখাত নিয়ে গবেষণা।

ন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে নীতি নির্ধারণী ও প্রশাসনিক কার্যাবলি পরিচালিত হয়। রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুসারে সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান ও প্রধান হিসাব দানকারী কর্মকর্তা (Principal Accounting Officer) হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম ৫টি অনুবিভাগের মাধ্যমে পরিচালিত হয়। সরকারের অতিরিক্ত সচিব/ যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাগণ সচিবকে প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়তা করেন এবং অনুবিভাগসমূহের নেতৃত্ব দিয়ে থাকেন। এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা এবং সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে বিদ্যমান সাংগঠনিক কাঠামোভূক্ত অনুবিভাগ ও অধিশাখাসমূহ  পুনর্বিন্যাস করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব/কর্মবন্টন এবং তথ্য অধিকার আইন অনুযায়ী নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের নাম, পদবী ও ঠিকানা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.motj.gov.bd এ প্রদান করা হয়েছে।