Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৯

অনলাইন আইসিটি সল্যুশন সিস্টেম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আইসিটি সেল হতে মন্ত্রণালয়ের সকলকর্মকর্তা/কর্মচারীদের আইসিটি সেবা প্রদান করা হয়ে থাকে। Online ICT Solution সেবাটির মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীগণকে আইসিটি হার্ডওয়ার্,সফটওযার, ইন্টারনেট,নেটওয়ার্ক ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করা হয়। Online ICT Solution Software ব্যবহার করে অনলাইনে ব্যবহারকারীগন কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ই-ফাইল, ইন্টারনেট, এন্টিভাইরাস ইত্যাদি সংক্রান্ত সমস্যার রিক্যুজিশন প্রদান করা করেন। উক্ত রিকুইজিশনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের আইসিটি শাখা হতে দ্রুত আইসিটি সাপোর্ট প্রদান করা হয়। যার ফলে ব্যবহারকারীগনের সময়ের সাশ্রয় হয় এবং আরও দ্রুততম সময়ের মধ্যে আইসিটি সিলিউশন প্রদান করা সম্ভব হয়। এছাড়াও পাক্ষিক, মাসিক ও বাৎসরিক মোট কতটি সমস্যার সমাধান করা হয়েছে সে সম্পর্কিত রিপোর্ট খুব দ্রুত পাওয়া যায় এবং মন্ত্রণালয়ে কোন ধরণের আইসিটি সমস্যা খুব বেশী হচ্ছে সে সম্পর্কেও অবগত হওয়া যায়। ফলে সেদিকে আরও বেশী গুরুত্ব সহকারে নজর দেয়া হচ্ছে।

Online ICT Solution System.pdf Online ICT Solution System.pdf