০১. পটভূমিঃ
প্রচলিত পাটপণ্য সামগ্রীর পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের উচ্চমূল্য সংযোজিত উন্নতমানের বহুমুখী পাটপণ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণে সহায়তা করার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ২০০২ সালের মার্চ মাসে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) স্থাপিত হয়।
পাটপণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য ৭টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) স্থাপণ করা হয়েছে। কেন্দ্রগুলি (১) ঢাকা (২) নরসিংদী (৩) চট্রগ্রাম (৪) রংপুর (৫) যশোর (৬) টাঙ্গাইল এবং (৭) জামালপুরে অবস্থিত।
০২. ভিশনঃ
পাটের ব্যবহার সম্প্রসারণে পাটপণ্যের বহুমুখীকরণ।
০৩. মিশনঃ
বহুমুখী পাটপণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরী, ডিজাইন উন্নয়ন ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং বাজারজাতকরণ কৌশল উন্নয়নের মাধ্যমে পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণ।
০৪. কার্যাবলীঃ
(১) বহুমুখী পাটশিল্পে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বেসরকারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ প্রদান ;
(২) বহুমুখী পাটপণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে মেলা, ক্রেতা বিক্রেতা সম্মেলন ও বাজার সমীক্ষা আয়োজন;
(৩) জুট ডাইভারসিফাইড প্রডাক্ট উপযোগী ডিজাইন উন্নয়নে গবেষণার জন্য Research & Development Institution এর গবেষণাকারীদের সহায়তায় ডিজাইন উন্নয়ণ করে তা বাণিজ্যিকিকরণের ব্যবস্থাকরণ ;
(৪) বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতা কর্মশালা /উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন;
(৫) উদ্যোক্তাদের সহজ ও সুলভমূল্যে কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা প্রদান ;
(৬) উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির জন্য ব্যাংকের সাথে লিংকেজ সৃষ্টি করা।
০৫. জনবল /সাংগঠনিক কাঠামোঃ
জেডিপিসি’র ব্যবস্থাপনার জন্য একজন নির্বাহী পরিচালক ও তিন জন পরিচালকসহ মোট ৫১ জন কর্মকর্তা/কর্মচারী রয়েছে। জেডিপিসি’র কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে নির্দেশনা প্রদানের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট একটি স্টীয়ারিং কমিটি গভর্নিং বডি হিসেবে দায়িত্ব পালন করে।
০৬. সমস্যা ও চ্যালেঞ্জসমুহঃ
০৭. ভবিষ্যৎ পরিকল্পনাঃ
বহুমুখী পাটপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে Need Based কর্মপরিকল্পনা প্রণয়ন, জেডিপিসিকে স্থায়ী কাঠামোতে উন্নীতকরণ; কাঁচামালের সহজ লভ্যতার জন্য আধুনিকমানের ডাইং ও ল্যামিনেইশন ফ্যাক্টরী স্থাপণ ; বহুমুখী পাটপণ্যের ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপণ, বহুমুখী পাটপণ্যের ৩৬০● ওয়েবপেইজ ডেভেলপ এবং বহুমুখী পাটপণ্যের ই-মার্কেটিং চালুকরণ।