Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৪

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন

১৮.০ ভূমিকা:

১৯৭২ সালের ২৬শে মার্চ Bangladesh Industrial Enterprises (Nationalization) Order 1972 (P.O. NO 27 of 1972) এর মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস্‌ করপোরেশন (বিটিএমসি) প্রতিষ্ঠিত হয়। President Order No 27 of 1972 এর মাধ্যমে জাতীয়করণকৃত ৭৪টি মিল নিয়ে ১৯৭২ সালের ১লা জুলাই হতে বিটিএমসির আনুষ্ঠানিক কার্য্ক্রম শুরু হয়। জাতীয়করণের ৩টি বাস্তব সম্পদবিহীন (নাম সর্বস্ব) মিল বিটিএমসি‘র তালিকায় রয়েছে। পরবর্তীতে বিটিএমসি ও সরকারের উদ্যোগে ১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সালের মধ্যে আরও ১২টি মিল প্রতিষ্ঠা করা হয়। ফলে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সর্বমোট মিলের সংখ্যা দাঁড়ায় ৮৬টি। সরকারের বিরাষ্ট্রীয়করণ শিল্পনীতির আওতায় ১৯৭৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সর্বমোট ৬৫টি মিল হস্তান্তর, বিক্রি ও অবসান করা হয়। পরবর্তীতে, হস্তান্তরিত ও বিক্রিত ৭টি মিল সরকার কর্তৃক পুনঃগ্রহণ করে বিটিএমসি’র নিকট ন্যস্ত করা হয়। বর্তমানে বিটিএমসির নিয়ন্ত্রণে মোট ২৫টি মিল রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ২০১৪ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে বিটিএমসি’র বন্ধ মিলসমূহ চালু করার নির্দেশনা প্রদান করেন। এ ধারাবাহিকতায় বিটিএমসি’র নিয়ন্ত্রণাধীন মিলসমূহ হতে ১৬টি মিল পিপিপি মডেলে পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) হতে নীতিগত অনুমোদন গ্রহণ করা হয়েছে। সে আলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল অনুসরণ করে বন্ধ মিলসমূহ আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থাপনায় চালু করার জন্য বিটিএমসি কাজ করে যাচ্ছে। পিপিপি’র আওতায় পরিচালনার লক্ষ্যে ১ম পর্যায়ে ০২ (দুই) টি মিলের (আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস্ লিঃ, ডেমরা, ঢাকা ও কাদেরিয়া টেক্সটাইল মিলস্ লিঃ, টংগী, গাজীপুর) চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে কাদেরিয়া টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি গ্রিন ফিল্ড হিসেবে প্রাইভেট পার্টনার ‘ওরিয়ন-কাদেরিয়া টেক্সটাইলস্ লিঃ’ এর নিকট হস্তান্তর করা হয়েছে। ২য় পর্যায়ে আর.আর টেক্সটাইল মিলস ও রাজশাহী টেক্সটাইল মিলের জন্য আগ্রহী বিডারদের বিড মূল্যায়ন পরবর্তী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভেটিং পূর্বক নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে সিসিইএ এর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। ৩য় পর্যায়ে মাগুরা টেক্সটাইল মিলস্ লিঃ ও দোস্ত টেক্সটাইল মিলস্ লিঃ পিপিপি’তে পরিচালনার নিমিত্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পরবর্তীতে ৪র্থ পর্যায়ে দারোয়ানী টেক্সটাইল মিলস লিঃ, নীলফামারী ও দিনাজপুর টেক্সটাইল মিলস্ লিঃ, দিনাজপুর এর পিপিপি টেন্ডার আহবানের নিমিত্ত এর ফিজিবিলিটি স্টাডি, স্টেকহোল্ডার কনসালটেশন Invitation For Bid (IFB) ও Draft Contact Document প্রস্তুতের জন্য পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কনসালটেন্সি প্রতিষ্ঠান Infrastructure Investment Facilitation Company (IIFC) এর কার্যক্রম চলমান রয়েছে। অবশিষ্ট মিলসমূহ পর্যায়ক্রমে পিপিপি বা লিজ অথবা অন্য কোন লাভজনক মাধ্যমে পরিচালনার জন্য বিটিএমসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের বস্ত্রখাতের বিপুল চাহিদা পূরণের লক্ষ্যে এবং বস্ত্র শিল্প প্রসারের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নারায়ণগঞ্জ জেলার গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন টেক্সটাইল মিলে টেক্সটাইল পল্লী স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত টেক্সটাইল পল্লীর ২২টি প্লটের মধ্যে ১০টি প্লট বিক্রি করা হয়েছে এবং এর মধ্যে একটি প্লটে আধুনিকমানের নিটিং এবং গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান স্থাপনপূর্বক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। উক্ত কারখানায় উৎপাদিত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। বর্তমানে প্রায় ৬০০ জন শ্রমিক/কর্মচারী/কর্মকর্তা কর্মরত রয়েছে।

১৮.০১ ভিশন ও মিশন:

   ভিশন: বস্ত্রশিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করা।

   মিশন: বিটিএমসি’র মালিকানাধীন মিলসমূহ ও এর সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।

১৮.০২ বিটিএমসির প্রধান কার্যাবলি ও উদ্দেশ্যসমূহ:

বিটিএমসির প্রধান কার্যাবলি:

১. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) কর্তৃক অনুমোদিত ১৬টি মিল সফলভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় পরিচালনার নিমিত্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ এবং দেশী বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা;

২. বিটিএমসির নিয়ন্ত্রণাধীন অন্যান্য মিলসমূহ ভাড়া, লিজ অথবা অন্য কোন উপযুক্ত পদ্ধতিতে পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করা;

  • রের মাধ্যমে সংস্থার সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

১৮.০৩ সাংগঠনিক কাঠামো:

বিটিএমসি প্রধান কার্যালয়ের সাংগঠনিক কাঠামো:

 

 

 

                                                          

১৮.০৪ পরিচালনা পর্ষদ:

স্বাধীনতা-উত্তর ২৬ মার্চ, ১৯৭২ তারিখে জাতিকৃত The Bangladesh Industrial Enterprises (Nationalisation) Order,1972 (President’s Order No.27 Of 1972) এর ১১ ধারা মোতাবেক বিটিএমসি’র সার্বিক দায়িত্ব ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো। পরবর্তীতে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮-এর ধারা-৬ অনুসারে একজন চেয়ারম্যান এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যূন ০৬ জন পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হয়। সরকার কর্তৃক নিয়োজিত চেয়ারম্যান একজন অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তা এবং পরিচালকগণ যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা। বর্তমানে মিলের সংখ্যা হ্রাস পাওয়ায় তিনজন পরিচালক দ্বারা বিটিএমসি’র পরিচালনা পর্ষদ পরিচালিত হচ্ছে। এছাড়া পরিচালনা পর্ষদের মুখ্য পরিচালন কর্মকর্তা হিসেবে সরকার কর্তৃক নিয়োজিত একজন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা নিয়োজিত আছেন।

১৮.০৫ পরিচালনা পর্ষদের দায়িত্ব বন্টন:

প্রধান নির্বাহী

 (১) প্রত্যেক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রত্যেক কর্পোরেশনের প্রধান নির্বাহী হবেন;

 (২) চেয়ারম্যান এবং পরিচালকগণ সরকার নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন এবং কার্য সম্পাদন করবেন।

পরিচালনা পর্ষদের সভা

(১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারবে;

(২) পরিচালনা পর্ষদের সভা, চেয়ারম্যানের সম্মতিক্রমে এবং তদ্‌কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হবে;

৩) চেয়ারম্যান পরিচালনা পর্ষদদের সকল সভায় সভাপতিত্ব করবেন, তবে তার অনুপস্থিতিতে তদ্‌কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো পরিচালক সভাপতিত্ব করবেন;

(৪)  অন্যূন ৪ (চার) জন পরিচালকের উপস্থিতিতে সভার কোরাম হবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের   প্রয়োজন হবে না;

(৫) পরিচালনা পর্ষদের সভায় প্রত্যেক পরিচালকের একটি করে ভোট থাকবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকবে;

(৬) পরিচালক পদের কোনো শূন্যতা অথবা পর্ষদ গঠনে কোনো ত্রুটির কারণে পরিচালনা পর্ষদের কোনো কার্য বা সিদ্ধান্ত অবৈধ হবে না অথবা কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না।

১৮.০৬  ১৯৭২ সাল থেকে বিটিএমসির মিলসমূহের হালনাগাদ তথ্য:

ক্রম

বিবরণ

সংখ্যা

১.

১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশবলে জাতীয়করণকৃত

৭৪

২.

১৯৭৮-৮৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় বিটিএমসি কর্তৃক স্থাপিত

১২

৩.

মোট

৮৬

৪.

১৯৭৭-৮৭ সাল পর্যন্ত সময়ে শর্তসাপেক্ষে ৪টি মিল শর্ত লংঘনের কারণে সাবেক বাংলাদেশী মালিকদের নিকট হস্তান্তর করা হয়

৩০

৫.

১৯৮২-৮৩ সালে অবসায়নের মাধ্যমে লিকুইডেশন সেল কর্তৃক বিক্রিত মিল

০৩

৬.

১৯৭৭-২০১০ সালে দরপত্রের মাধ্যমে প্রাইভেটাইজেশন কমিশন ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিক্রিত মিল; (পরবর্তীতে পুন:গ্রহণকৃত ৩টি)

১২

৭.

২০০০-২০১১ সালে শ্রমিক-কর্মচারীদের নিকট হস্তান্তরিত

০৯

৮.

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর লিকুইডেশন সেলে ন্যস্ত

০৪

৯.

উপমোট:

৫৮

১০.

বিটিএমসির বর্তমান মিল:

 

(ক)

 

(খ)

(গ)

(ঘ)

(ঙ)

(চ)

 

(ছ)

ভাড়া পদ্ধতিতে চালু

(বেঙ্গল টেক্সটাইল মিল, যশোর)

১ম পর্যায়ে পিপিপি’তে হস্তান্তরিত/হস্তান্তরের প্রক্রিয়াধীন

২য় পর্যায়ে পিপিপি’তে হস্তান্তরের লক্ষ্যে টেন্ডার মূল্যায়ন সম্পন্ন

৩য় পর্যায়ে টেন্ডার আহবানকৃত

টেক্সটাইল পল্লী স্থাপনের কার্যক্রম বাস্তবায়নাধীন

টেক্সটাইল পল্লী স্থাপনের অনুমোদন পরিবর্তনপূর্বক পিপিপি’র আওতায় অন্য কোন প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনাধীন

উৎপাদন বন্ধ (পুনঃগ্রহণকৃত ৭টি মিলসহ)

০১

 

০২

০২

০২

০১

 

০১

১৬

১১.

উপমোট:

        ২৫

১২.

১৯৭১-৭২ সালে জাতীয়করণের তালিকায় নামমাত্র মিল (বাস্তব সম্পদবিহীন)

০৩

 

সর্বমোট :

৮৬

 

১৮.০৭ বিটিএমসির মিলসমূহের জেলাভিত্তিক চিত্র ও মিলসমূহের তালিকা:            

 

১৮.০৮ ২০২২-২৩ অর্থবছরের আয়-ব্যয় ও লাভ-লোকসান:

 

ক্রম

বিবরণ

২০২২-২৩

আয় (কোটি টাকা)

১৬.২০

ব্যয় (কোটি টাকা)

১৩.৫৭

লাভ/ লোকসান (কোটি টাকা)

২.৬৩