Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৪

জেডিপিসি

২২.০ পরিচিতি:

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধিকল্পে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি) কাজ করে যাচ্ছে। জেডিপিসি প্রকল্প প্রথম পর্যায়ে ২০০২-২০০৭ সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে ২০০৮-২০১২ সাল পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত সফলভাবে সমাপ্ত হয়। পরবর্তীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসিকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্থায়ী কাঠামোর অধীনে পরিচালনা হওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায়, জনস্বার্থে জেডিপিসি’র কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গত ২০ ডিসেম্বর ২০১৭ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যার প্রেক্ষিতে বিদ্যমান ব্যবস্থায় জেডিপিসি’র কার্যক্রম চলমান রয়েছে।

জেডিপিসি’র প্রধান কার্যালয় ১৪৫ মনিপুরী পাড়া, তেজগাঁও, ঢাকায় অবস্থিত। বহুমুখী পাটপণ্যের বাজার সারাদেশে সম্প্রসারণের জন্য জেডিপিসি’র অধীনে ঢাকা, চট্রগ্রাম, রংপুর, যশোর, টাঙ্গাইল এবং জামালপুরসহ ০৬টি জুট এন্টারপ্রেনিয়র সার্ভিস সেন্টার (জেইএসসি) বহুমুখী পাটপণ্য উদ্যোক্তাদের সেবা প্রদান করছে।

জেডিপিসি’র কার্যক্রম দক্ষতার সাথে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাট শিল্প সম্পৃক্ত অন্যান্য সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও শিল্প সংগঠনের সাথে ইতোমধ্যে সংযোগ স্থাপন ও সমন্বয় সাধন করা হয়েছে। কার্যক্রমের সুবিধার্থে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহের সাথে MoU স্বাক্ষরিত হয়েছে:

(ক) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই);

(খ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক);

(গ) বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাঁবো);

(ঘ) বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি);

(ঙ) British Traidcraft;

(চ) SME Foundation;

(ছ) Centre for the Promotion of Imports from Developing Countries (CBI), The Netherlands.

২২.০১ ভিশন:

পাটের ব্যবহার সম্প্রসারণে পাটপণ্যের বহুমুখীকরণ।

২২.০২ মিশন:

বহুমুখী পাটপণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি, লাগসই প্রযুক্তি উদ্ভাবন, নতুন ডিজাইন এবং বাজারজাতকরণ কৌশল উন্নয়নের মাধ্যমে পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণ।

২২.০৩ অর্থায়ন:

জেডিপিসির প্রতিষ্ঠাকালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক প্রদত্ত এককালীন অনুদানের ২০.০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রেখে প্রাপ্ত মুনাফা হতে জেডিপিসি’র কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

২২.০৪ জেডিপিসি’র কর্মসম্পাদনের ক্ষেত্র:

  • বহুমুখী পাটপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতা প্রদান;
  • বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার সহযোগিতা জোরদারকরণ;
  • বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তা উন্নয়ন।

২২.০৫ সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র:

  • জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS);
  • অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS);
  • সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার);
  • তথ্য অধিকার বাস্তবায়ন;
  • ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রম।

২২.০৬ কার্যাবলি:

  • বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ প্রদান;
  • বহুমুখী পাটপণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন মেলা, ক্রেতা-বিক্রেতা সম্মেলন আয়োজন;
  • ডাইভারসিফাইড প্রডাক্ট উপযোগী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে গবেষণার জন্য Research & Development Institution এর গবেষণাকারীদের সহায়তায় ডিজাইন উন্নয়ন করে তা বাণিজ্যিকীকরণের ব্যবস্থাকরণ;
  • বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতামূলক কর্মশালা/উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন;
  • বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান;
  • উদ্যোক্তাদের সহজ ও সুলভমূল্যে কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা প্রদান এবং
  • উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির জন্য লিংকেজ সৃষ্টিতে সহায়তা প্রদান।

২২.০৭ জুট এন্টারপ্রেনিয়র সার্ভিস সেন্টার এর গুরুত্বপূর্ণ কার্যক্রম:

  • বহুমুখী পাটপণ্য উৎপাদনে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
  • বহুমুখী পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতামূলক কর্মশালা আয়োজন;
  • বহুমুখী পাটপণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তা চিহ্নিতকরণ;
  • বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রয়োজনানুসারে সেবা সম্প্রসারণ, কারিগরি, প্রযুক্তি ও বিপণন সহায়তাসহ প্যাকেজ অব সার্ভিসেস প্রদান;
  • বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনীর আয়োজন;
  • স্থানীয় ও শহরের ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনে সহায়তা প্রদান;
  • জেইএসসি কেন্দ্রসমূহের আওতাধীন এলাকায় বহুমুখী পাটপণ্যের উৎপাদনকারী উদ্যোক্তাদের তথ্যাবলী সংরক্ষণ ও সরবরাহকরণ;
  • স্থানীয় ভিত্তিক (Need Base) নকশা ও নমুনা উন্নয়ন এবং তা পল্লী অঞ্চলের ভোক্তাদের মধ্যে বিতরণ;
  • উৎপাদনকারীদেরকে নির্মিত নকশা নমুনা সরবরাহকরণ;
  • পণ্যের গুণগতমান উন্নয়ন ও বাজার বিস্তৃতির জন্য ক্রেতা-বিক্রেতা সম্মেলন আয়োজন;
  • বর্তমানে উৎপাদিত পাটের বহুমুখী পণ্য সামগ্রী ও পাটের বহুমুখী প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়মিত প্রদর্শনের ব্যবস্থাকরণ;
  • চাহিদা অনুযায়ী যৌক্তিক মূল্যে কাঁচামাল ও এ্যাক্সেসরিজ (উপকরণ) সরবরাহের ব্যবস্থাকরণ;
  • সেবা কেন্দ্রের পরিসীমার উৎপাদকদের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন;
  •  তাঁত গুচ্ছ এলাকা চিহ্নিতকরণ, তাঁতী নির্বাচন এবং তাদেরকে বহুমুখী পাটপণ্য উৎপাদনে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণ;
  • সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান/সংস্থার সাথে সমন্বয় ও যোগাযোগের ব্যবস্থা গ্রহণ।

 

২২.০৮ সাংগঠনিক কাঠামো:

জেডিপিসি’র ব্যবস্থাপনার জন্য একজন নির্বাহী পরিচালক ও ০৩ জন পরিচালকসহ মোট ৫০ জন সহযোগী কর্মকর্তা/কর্মচারী রয়েছে। জেডিপিসি’র কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে নির্দেশনা প্রদানের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি যা গভর্নিং বডি হিসেবে দায়িত্ব পালন করে।

স্টিয়ারিং কমিটি (বোর্ড অব গভর্নরস্‌ এর দায়িত্ব পালনকারী)

ক্রম

পদবী

কমিটিতে পদবী

১.

সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়

চেয়ারম্যান

২.

চেয়ারম্যান, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)

সদস্য

৩.

চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাঁবো)

সদস্য

৪.

চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)

সদস্য

৫.

অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (পরিকল্পনা), বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সদস্য

৬.

অতিরিক্ত সচিব (পাট), বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সদস্য

৭.

মহাপরিচালক, পাট অধিদপ্তর

সদস্য

৮.

যুগ্মসচিব (পাট), বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সদস্য

৯.

শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)

সদস্য

১০.

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)

সদস্য

১১.

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একজন প্রতিনিধি (সদস্য পদমর্যাদার নীচে নয়)

সদস্য

১২.

মহাপরিচালক, মনিটরিং সেল, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

সদস্য

১৩.

মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)

সদস্য

১৪.

পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)

সদস্য

১৫.

আইএমইডি’র একজন প্রতিনিধি (মহাপরিচালক পদমর্যাদার নীচে নয়)

সদস্য

১৬.

ব্যবস্থাপনা পরিচালক, বেসিক ব্যাংক লিমিটেড, সেনা কল্যাণ ভবন

সদস্য

১৭.

চেয়ারম্যান, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ)

সদস্য

১৮.

চেয়ারম্যান, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন (বিজেএসএ)

সদস্য

১৯.

দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নীচে নয়)

সদস্য

২০.

ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নীচে নয়)

সদস্য

২১.

জনাব মোঃ রাশেদুল করীম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন (প্রাঃ) লিঃ

সদস্য

২২.

মিসেস কোহিনুর ইয়াছমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, তরঙ্গ

সদস্য

২৩.

নির্বাহী পরিচালক, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)

সদস্য-সচিব