Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৪

বস্ত্র অধিদপ্তর

১৫.০ পটভূমি:

বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন একটি দপ্তর সংস্থা। সম্ভাবনাময় বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প দপ্তরের বস্ত্র উইং-কে আলাদা করে বস্ত্র খাতের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন ও বস্ত্র শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে ১৯৭৮ সালে বস্ত্র মন্ত্রণালয়ের (বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয়) অধীনে বস্ত্র পরিদপ্তর সৃষ্টি করা হয়। পরবর্তীতে ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে বস্ত্র পরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করা হয়। বস্ত্র অধিদপ্তরের বর্তমান কাজ হচ্ছে বস্ত্রখাতে দক্ষ জনবল তৈরি, বস্ত্রখাতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং বস্ত্রশিল্পের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব পালন করা। পোষক কর্তৃপক্ষের কাজের পাশাপাশি বস্ত্র অধিদপ্তর দক্ষ জনবল সৃষ্টির জন্য ০৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১২টি টেক্সটাইল ইনস্টিটিউট ও ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করছে।

ভিশন:

নিরাপদ, টেকসই, শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম বস্ত্রখাত।

মিশন:

বস্ত্র কারিগরি শিক্ষার হার বৃদ্ধিসহ বস্ত্রশিল্পকে সহায়তার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিরাপদ, টেকসই এবং শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম বস্ত্রখাত।

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

বস্ত্র অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ:

  • বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ;
  • বস্ত্রখাতে মানব সম্পদ উন্নয়ন;
  • বস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রকল্প প্রণয়ন ত্বরান্বিত করা;
  • সেবা নিশ্চিতকরণার্থে স্টেকহোল্ডারদের সাথে আয়োজিত সভা।

বস্ত্র অধিদপ্তরের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:

  • দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ;
  • কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি;
  • আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।

বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যাবলি:

  • বস্ত্রশিল্পের পোষক কর্তৃপক্ষের কাজ;
  • বস্ত্র শিক্ষার মাধ্যমে বস্ত্রখাতে দক্ষ মানবসম্পদ তৈরি;
  • বস্ত্র শিক্ষাখাতের উন্নয়নে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

প্রশাসনিক কাঠামো:

অফিস

সংখ্যা

প্রধান কার্যালয়

১টি

বিভাগীয় কার্যালয়

৪টি

জেলা কার্যালয়

৫টি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

৯টি

টেক্সটাইল ইনস্টিটিউট

১২টি

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট                                   

৪১টি

১৫.০১ পোষক কর্তৃপক্ষের কার্যক্রম:

পোষক কর্তৃপক্ষ

মন্ত্রিসভার ০৫ মে ২০১৪ তারিখে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বস্ত্র অধিদপ্তর বস্ত্রখাতের পোষক কর্তৃপক্ষ। বস্ত্র আইন, ২০১৮ এর ধারা ২(৬) অনুযায়ী বস্ত্র অধিদপ্তর হচ্ছে বস্ত্রখাতের পোষক কর্তৃপক্ষ।  

  • স্টপ সার্ভিস

বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পোষক কর্তৃপক্ষের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে অংশীজনদের সেবা প্রদান করা হয়। বস্ত্র ও পোশাক শিল্পের সেবাগ্রহীতাকে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে নিম্নলিখিত সেবা প্রদান করা হয়:

  • প্রস্তাবিত নিবন্ধন সনদ প্রদান;
  • বিদ্যমান নিবন্ধন সনদ প্রদান;
  • প্রস্তাবিত নিবন্ধন সনদ নবায়ন ;
  • বিদ্যমান নিবন্ধন সনদ নবায়ন; 
  • নিবন্ধন সনদ সংশোধন;
  • ডুপ্লিকেট নিবন্ধন সনদ ইস্যু;
  • বস্ত্রশিল্প স্থাপনে অনাপত্তিপত্র প্রাপ্তি;
  • বায়িং হাউজ নিবন্ধন; 
  • বায়িং হাউজ নিবন্ধন নবায়ন;
  • ১ম এডহক ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (শিল্প আই আর সি) জারির সুপারিশ;
  • ২য় বা ৩য় এডহক ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (শিল্প আই আর সি) জারির সুপারিশ;
  • ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (শিল্প আই আর সি) নিয়মিতকরণের সুপারিশ;
  • ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটে (শিল্প আই আর সি) আমদানি স্বত্ব পরিবর্তনের সুপারিশ;
  • ইমপোর্ট পারমিট (আইপি) জারির সুপারিশ;
  • মেশিন ছাড়করণের সুপারিশ;
  • বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট এর সুপারিশ;
  • বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের সুপারিশ;
  • ডেফার্ড পেমেন্ট এর সুপারিশ;
  • বৈদেশিক ঋণের অনাপত্তি;
  • কম্পোজিট বস্ত্রশিল্পের সনদের জন্য প্রত্যয়ন;
  • বন্ড লাইসেন্সে এইচ এস কোড সংযোজনের সুপারিশ এবং
  • উল্লিখিত সেবাসমূহ ব্যতিত অন্য কোনো সেবার জন্য সেবা প্রত্যাশীগণ আবেদন করিলেও পোষক কর্তৃপক্ষ হিসেবে নিষ্পত্তি করা হবে।