Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

উদ্ভাবনী কর্মপরিকল্পনা / সেবার ডাটাবেজ

উদ্ভাবনী  কর্মপরিকল্পনা ২০২৪-২৫

উদ্ভাবনী  কর্মপরিকল্পনা ২০২৪-২৫ 

সেবার ডাটাবেজ

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।

 

ক্রমিক

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কিনা? কার্যকর না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কিনা

সেবার লিংক

সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী

বাস্তবায়ন কাল

(অর্থবছর)

০১.

অনলাইন আইসিটি সল্যুশন সিষ্টেম

 বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীগণ আইসিটি সাপোর্ট ও সল্যুশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে ক্যাটাগরিভিত্তিক (কম্পিউটার  হার্ডওয়্যার সফট ওয়্যার, ই-নথি, ওয়েবমেইল, ইন্টারনেট, এন্টিভাইরাসসহ) অন্যান্য আইসিটি সংশ্লিষ্ট সমস্যার বিবরণ লিখে সাবমিট করছেন। তা দেখে আইসিটি শাখা হতে দ্রুত আইসিটি সাপোর্ট প্রদান করা হচ্ছে। মন্ত্রণালয়ের আইসিটি শাখা সার্বক্ষণিক উক্ত সফটওয়্যারটির সার্ভার ব্যবস্থাপনা মনিটরিং ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচাল না  করা হচ্ছে। অধিকন্তু মন্ত্রণালয়ের বছরভিত্তিক আইসিটি সম্পর্কিত বিভিন্ন সমস্যার বিস্তারিত বিবরণ উক্ত সফটওয়্যারটির মাধ্যামে পাওয়া যাচ্ছে এবং গ্রাফিকেল ডাটা এন্যালাইসিস রিপোর্ট দেখা যাচ্ছে। এতে উদ্ভূত অধিকতর সমস্যাসমূহ নির্ণয়ের মাধমে সমাধান প্রক্রিয়া আরও গতিশীল করা সম্ভব হচ্ছে এবং এতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারীর ভোগান্তি শূন্যে নেমে এসেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আইসিটি সাপোর্ট ও সল্যুশন সিস্টেম সফটওয়্যার টির লিং দেয়া হয়েছে।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

http://onlineict.alimzaman.live/

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 ২০১৮-১৯

০২.

মিল ম্যানেজমেন্ট সিস্টেম

সফটওয়্যারটির মাধ্যমে রাষ্ট্রায়ত্ব, বিরাষ্ট্রায়ত্ব, বেসরকারিকরণকৃত ও লিকুইডেশন সেলের আওতাভুক্ত মিল সম্পর্কে বিনিয়োগকারীদের প্রাথমিক তথ্য প্রদান। বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ণ, তথ্য সংরক্ষণ। মিল মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সরকারের সাথে সম্পর্ক জোরদারকরণ, অংশীদারিত্ব বৃদ্ধিকরণ। প্রতিবেদন প্রস্তুতকরণ,মিল পরিবীক্ষণ/ তত্ত্বাবধান ও মামলা মনিটরিং ।

 

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

https://motjbd.com/public/login

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 ২০২২-২৩

০৩

ই-লাইব্রেরী ম্যানেজমেন্ট সিষ্টেম

 তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সহায়ক হিসেবে মন্ত্রণালয়ের লাইব্রেরী ব্যবস্থাপনা আরও যুগোপযোগী করার নিমিত্ত ই-লাইব্রেরী ম্যানেজমেন্ট সিষ্টেম সফটওয়্যার  তৈরি করা হয়েছে । যার মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লাইব্রেরীতে কি কি বই আছে তার তালিকা জানা সম্ভব হচ্ছে। অনলাইনে মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালা সমূহ পড়া যাচ্ছে। লাইব্রেরী সংক্রান্ত ব্যবস্থাপনা যেমন সহজ হবে তেমনি ওয়েবে কন্টেন্ট থাকার কারণে পাঠক সংখ্যাও বৃদ্ধি পাবে। উক্ত সফটওয়্যারটির লিং অত্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ই-ব্যবস্থাপনা-২ সেবাবক্সে  প্রদান করা হয়েছে।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

 http://www.motjelibrary.22web.org/

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 ২০২১-২২

০৪

অনলাইনে বাসা বরাদ্দের আবেদন

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুসারে সরকারি আবাসন বরাদ্দ প্রদান করা হয়। মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মচারিগণ উক্ত বাসা বরাদ্দের জন্য বর্তমানে নির্দিষ্ট আবেদন ফরমে হার্ড কপিতে আবেদন করে থাকেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা হতে আবেদনসমূহ গ্রহণ করা হয়। পরবর্তীতে আবেদনসমূহ যাচাই বাছাই সম্পন্ন করা হয় এবং তা সুপারিশসহ সরকারি আবাসন পরিদপ্তরে প্রেরণ করা হয়। এই প্রক্রিয়াকে সহজিকরণের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনলাইনে বাসা বরাদ্দের আবেদনের একটি সফটওয়্যার  তৈরি করা হয়েছে। উক্ত ডিজিটাল সেবাটি ব্যবহার করে কর্মচারিগণ খুব সহজেই বাসা বরাদ্দের আবেদন অনলাইনেই সম্পন্ন করতে পারছেন। এতে সময় এবং খরচের সাশ্রয় হচ্ছে। ফলে ডিজিটাল সার্ভিসটি ব্যবহার করে সেবাগ্রহীতাগণ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

http://motjonlinebasa.com/

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 ২০২০-২১

০৫

ই-স্টোর ম্যানেজমেন্ট সিষ্টেম

স্টোর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নিমিত্ত ডিজিটাল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুত করা হয়েছে। বর্তমানে সফটওয়্যার এর সাহায্যে স্টোরের মালামাল ইস্যুর বিবরণ ও সমাপনী মালামালের অবস্থা খুব সহজেই পাওয়া যাচ্ছে। কর্মকর্তাগণ মালামালের মজুদের অবস্থা দেখে তাঁর  মালামালের রিকুইজেশন দিতে পারছেন। মালামাল গ্রহন, ইস্যু,মালামালের দিনভিত্তিক, মাসভিত্তিক ও বাৎসরিক প্রতিবেদন তৈরি করা যাচ্ছে। ডিজিটাল-স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করার ফলে  স্টোর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এবং TCV(Time, Cost, Visit) হ্রাস পেয়েছে এবং সকল কর্মকর্তা/কর্মচারীর ভোগান্তি শূন্যে নেমে এসেছে। 

সেবাটি বর্তমানে কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

https://motjdigitalstore.gov.bd/login

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 ২০১৯-২০

০৬

”মাইগভ প্ল্যাটফর্মে সেবা সহজীকরণ”

'মাইগভ' হলো একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাসমূহকে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারে অন্তর্ভুক্ত ৩টি সেবা মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালাইজ করা হয়েছেঃ ১। শ্রান্তি-বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরীর আবেদন। ২। চিকিৎসা ছুটি মঞ্জুর (বহিঃ বাংলাদেশ) এবং ৩। অর্জিত ছুটি (বহিঃ বাংলাদেশ) মঞ্জুরের আবেদন। একজন সেবাগ্রহণকারী মাইগভ অ্যাপ ব্যবহার করে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় সরকারি সেবার আবেদন করতে পারেন, আবেদনের অগ্রগতি জানতে পারেন এবং সেবা সংশ্লিষ্ট ফি অনলাইনে পরিশোধ করতে পারেন। এতে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী হবে, এবং একই স্থানে বারবার যাওয়া, অতিরিক্ত দলিল দস্তাবেজ ব্যবহার, সনাক্তকরণ সংক্রান্ত জটিলতা, অতিরিক্ত অর্থের অপচয় এবং সময়ের অপচয় কমে যাবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেবা গ্রহণকারীর পরিচয় নিশ্চিত করা হয়। এই প্ল্যাটফর্মে নাগরিক সেবার আবেদন করতে হলে মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় প্রোফাইলে প্রদান করা তথ্যগুলো সেবার আবেদন ফরমে পুনরায় দেওয়ার প্রয়োজন হয় না। প্রোফাইলে গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট সংরক্ষণ করে রাখার মাধ্যমে সেবার আবেদনের সময় সহজে পুনরায় ব্যবহার করা যায়। কর্মকর্তাগণ তাদের ডি-নথি আইডি ব্যবহার করে প্রশাসনিক লগিন করতে পারেন। বিভিন্ন দপ্তরে করা সকল আবেদনের তথ্য ও অগ্রগতি প্রোফাইলে লগইন করে জানা যায়, এবং প্রোফাইলে সংরক্ষিত তথ্য ও ডকুমেন্ট সময়ের সাথে হালনাগাদ করা সম্ভব। মাইগভ প্ল্যাটফর্মে সেবার আবেদন ও নির্ধারিত ফিস পরিশোধ করা যায়। আবেদনের সর্বশেষ অবস্থা জানতে ট্র্যাকিং নম্বর ব্যবহার করে আপডেট জানা যায়। মাইগভ অ্যাপে সেবা ব্যবস্থাপনা থেকে দাখিলকৃত আবেদনগুলোর অবস্থাও জানা যায়। জাতীয় পরিচয়পত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা গ্রহণকারীর আইডেন্টিটি ভেরিফিকেশনের করা যায়।

Description: mygov

 

সেবাটি কার্যকর আছে

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন

https://www.mygov.bd/

 

১) https://www.mygov.bd/services/info?id=BDGS-1695180818

২) https://www.mygov.bd/services/info?id=BDGS-1695182292

৩) https://www.mygov.bd/services/info?id=BDGS-1695181118

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২০২৩-২৪